গত সপ্তাহের লাগাতার বৃষ্টিতে নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর। কলকাতার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। বহু জায়গা থেকে এখনও জল নামেনি। এমন পরিস্থিতিতে হাওয়া অফিস জানালো, মাসের প্রথম রবিবারের ফের বৃষ্টিতে ভিজবে মহানগর। এর ফলে রবিবারে পূজোর কেনাকাটায় ব্যাঘাত ঘটতে পারে, এমনই মনে করছেন বিক্রেতারা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সবকিছুর পাশাপাশি আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে, বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, রবিবারের পাশাপাশি সোমবারেও বৃষ্টি হবে। সেক্ষেত্রে, তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।
, দক্ষিণবঙ্গের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং এ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সবকিছুর মধ্যে ঘূর্ণিঝড় শাহিন অবস্থান করছে উত্তর আরব সাগরে। জানা গিয়েছে, এটি ক্রমশ এগিয়ে যাবে ওমানের দিকে।