কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে কথোপকথন জারি আছে। ইতিমধ্যেই সমস্যা সমাধানে ভারত-পাক আলোচনার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করলেন অজিত দোভাল।
রাশিয়ার ও ভারতের সম্পর্ক সুবিদিত। সেই সম্পর্ক আরও জোরালো করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করলেন নিকলাই পাত্রুশেভের সঙ্গে। নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই আধিকারিকের।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এনএসএ প্রধান রাশিয়ান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করেন ইন্টার্ন ইকনমিক ফোরামে প্রধানমন্ত্রীর আসা নিয়ে তা ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক যাতে আরও দৃঢ় করা যায় সেই নিয়ে তাঁদের মধ্যে কথা হয় । সরকারি বিবৃতিতে জানানো হয়, দুই দেশের মধ্যেকার রাজনৈতিক ও অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে যাতে দুই দেশ আরও কাছাকাছি আসতে পারে সেই নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
মূলত দুই দেশের মধ্য সন্ত্রাসবাদী কর্যকলাপ রুখতে এবং দুই দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তাঁদের মধ্যে কথাবার্তা হয়। দুই দেশই নিজেদের সম্পর্ক দৃঢ় করার জন্য একে অপরের সঙ্গে থাকবে বলে জানিয়েছে। অজিত দোভাল রসকসমস এর ডিরেক্টর দিমিত্রি রগজিন এর সঙ্গেও দেখা করেন মহাকাশ যাত্রা ও গগণায়ন প্রকল্প যা চলছে, তা নিয়ে কথা বলেন।
রগজিন তাঁকে চন্দ্রায়ন নিয়ে সাধুবাদ জানিয়েছেন এবং এও বলেন আগামিদিনে রাশিয়া সরকারের সাহায্যও এক ভালো সম্পর্ক তাঁদের সঙ্গে থাকবে। এছাড়াও দুই দেশের মধ্যে মহাকাশ গবেষণা নিয়ে বিস্তর কথাবার্তা হয় এবং সাহায্যের আশ্বাস পাওয়া যায় বলে সূত্রের খবর। যা হয়ত ভালদিভস্তক এর সামিটে প্রধান মন্ত্রীর আসার পর নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।