যেনতেন প্রকারেণ কোভিড-১৯ (Covid-19) ভাইরাসকে সর্বাগ্রে হারাতে হবে, এই সময় মতভেদ, তর্ক ও রাজনীতি করার মোটেও নয়। বুধবার স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই জানা গিয়েছে কেজরিওয়াল কোভিড-১৯ আক্রান্ত নন, অত্যন্ত এই খুশির সংবাদ জানিয়ে বুধবার কেজরিওয়াল বলেন, আমার কোভিড-১৯ পরীক্ষা নেগেটিভ এসেছে। শুভকামনা ও আশীর্বাদের জন্য প্রত্যেককে আমার ধন্যবাদ।
একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করে কেজরিওয়াল বলেছেন, আগামী দিনে দিল্লিতে আরও দ্রুত বাড়তে পারে করোনাভাইরাস। ১৫ জুনের মধ্যেই সেই সংখ্যা ৪৪ হাজার পর্যন্ত পৌঁছতে পারে। ৩০ জুনের মধ্যে এই সংখ্যা ১ লক্ষ, ১৫ জুলাই পর্যন্ত ২ লক্ষ, ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৫.৩২ লক্ষ পর্যন্ত হতে পারে। বিগত ৮ দিনে ১৯০০ করোনা পজিটিভ প্রকাশ্যে এসেছে।
কেজরিওয়াল জানিয়েছেন, বিভিন্ন হাসপাতালে এখনও খালি রয়েছে ৪২০০ বেড।
কেজরিওয়াল আরও জানান, প্রত্যেকের সুরক্ষা জন্য, জোড়-বিজোড় নীতির মতোই সামাজিক দূরত্ববিধি এবং মাস্ক ব্যবহারকে জীবনের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। স্পষ্টভাবে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, একে অপরের সঙ্গে লড়াই করার ও রাজনীতি করার সময় নয় এখন, করোনাভাইরাসকে পরাজিত করার জন্য সমস্ত সরকার এবং অর্গানাইজেশনকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।…লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশিকা বাস্তবায়িত হবে, মতভেদ ও তর্ক করার সময় নয় এখন।’