কদিন আগেই মিড-ডে মিলে চুঁচুড়ার স্কুলে নুন-ভাত খাওয়ানো নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। ঘটনা প্রকাশ্যে আসে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে পৌঁছতেই। এর আগে বহুবার মিড-ডে মিল নিয়ে দুর্নীতির বহু অভিযোগ ছিলই। পরিস্থিতি বিচার করে এবার মিড-ডে মিলের মেনু বেধে দিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে দিন ধরে মেনু করে দেওয়া হল আজ। এবার থেকে এই সরকারি নোটিশের নিয়মেই পড়ুয়াদের খবারের ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
রাজ্য সরকারের তৈরি করা নতুন মেনুতে ডিমের সঙ্গে যুক্ত হল মাছ। পুরনো নিয়মে সপ্তাহে দুদিন পড়ুয়াদের ডিম দেওয়ার কথা ছিল। নতুন মেনুতে দুদিন হয় ডিম না হয় মাছ দেওয়ার কথা বলা হয়েছে। এইসঙ্গে মেনুতে যুক্ত হল চাটনিও। মিড-ডে মিলের নয়া মেনুতে আলু-সোয়াবিনের তরকারির পাশাপাশি আলুপোস্ত দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। রাজ্যের সব জেলার সব স্কুলের জন্য এই মেনু বরাদ্দ করা হয়েছে।
ছাত্রছাত্রীদের ছ’দিনের দুপুরের খাবার হবে এরকম—
সোমবার: ভাত, ডাল, আলু-সবজি, চাটনি
মঙ্গলবার: ভাত, ডাল, ডিম বা মাছের ঝোল, চাটনি
বুধবার: ভাত, ডাল, সবজি
বৃহস্পতিবার: ভাত, সবজি, ডিম বা মাছের ঝোল
শুক্রবার: ভাত, ডাল, আলুর তরকারি বা আলুপোস্ত
শনিবার: ভাত, ডাল, আলু-সোয়াবিন তরকারি