‘রাজ্য নিয়ে চিন্তা নেই, কাশ্মীর নিয়ে চিন্তা করে তৃণমূল’, খোঁচা দিলীপের

উৎসব শেষের মরশুমেও কমল না রাজনৈতিক তরজা।

খাতায় কলমে আমবাঙালির শেষের উৎসব জগদ্বাত্রী পুজো শুরু হয়েছে। শেষবেলার এই পুজো ঘিরে বাঙালির উদ্দীপনার শেষ নেই। দুর্গাপুজো কালীপুজোর মত এই পুজোর উদ্ববোধনেও কলকাতা থেকে শহরতলি বিভিন্ন মণ্ডপে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। আর এই পুজোর উদ্বোধনে এসেও বিরোধী দলগুলির একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক তরজা করতেও কেউ ছাড়েনি।

জানা গিয়েছে, রবিবার রাতে উত্তর ২৪পরগনা জেলার সোদপুরের পূর্ব নাটাগড় জমিদার পাড়া এলাকার ‘রথযাত্রা কমিটির’ উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

এদিনের অনুষ্ঠানে রাজ্য সভাপতি দিলীপ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জেলা সভাপতি কিশোর কর, উত্তর কলকাতার জেলা সম্পাদক চন্ডী চরণ রায় সহ রাজ্য ও জেলা নেতৃত্ববৃন্দ। রবিবার সোদপুরের পূর্ব নাটাগড় জমিদার পাড়ায় জগদ্বাত্রী পুজোর উদ্ববোধনে এসে তিনি পুজো মণ্ডপের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা করেন।

শুধু তাই নয়। আরও জানা গিয়েছে, উদ্বোধনের পর উদ্বোধক দিলীপ ঘোষ রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ‘যারা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন তারা দলীয় কাজে ব্যস্ত’।

তিনি আরও বলেন, ‘রাজ্যের কি অবস্থা সেদিকে শাসক দলের বিন্দুমাত্র নজর নেই। অথচ কাশ্মীর নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার খুবই চিন্তিত’। তিনি আরও জানান, ‘যে রাজ্যে পুলিশের নিরাপত্তা নেই সেই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে থাকবে? সমাজে দুর্বৃত্ত রা দাপিয়ে বেড়াচ্ছে তাই এই রাজ্যে কোনও উৎসবে আনন্দ সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির পরিবর্তনের খুব প্রয়োজন আছে।

দিলীপ বাবু জানান , পশ্চিমবঙ্গে যাতে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে সেই প্রার্থনাই করেছন জগদ্ধাত্রী মায়ের কাছে। পশ্চিমবঙ্গে এগুলোর খুব অভাব রয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন দিলিপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.