ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন। চিনকে বুঝিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে রাজনাথ জানিয়েছেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেলে, তার চেয়ে ভাল কিছু হয় না।’’ দু’দিনের লাদাখ ও জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। শুক্রবার সফরের প্রথম দিনে লেহ্ পৌঁছন তিনি। সেখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাজনাথ বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর চেষ্টা চলছে। কিন্তু তা কতটা মেটানো যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, পৃথিবীর কোনও শক্তিশালী দেশ আমাদের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না। তবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেলে, তার চেয়ে ভাল কিছু হয় না।’’
গত মাসে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পূর্ব লাদাখের গালওয়ানে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে রাজনাথ বলেন, ‘‘সম্প্রতি পিপি ১৪-এ ভারতীয় জওয়ান ও চিনাবাহিনীর মধ্যে যা ঘটেছে, তাতে সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আমাদের বেশ কিছু জওয়ান। আজ এখানে এসে ভাল লাগলেও, তাঁদের মৃত্যুতে শোকাহত আমি। ওঁদের শ্রদ্ধা জানাই।’’
শুক্রবার সকালেই দিল্লি থেকে লেহ-র উদ্দেশে রওনা দেন প্রতিরক্ষা মন্ত্রী, সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণে।
লেহ বিমানবন্দরে পৌঁছনোর পরই প্রতিরক্ষা মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দর থেকে লেহ-র স্টাকনা পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সেনাবাহিনীর প্রধান। সেখানে তাঁরা সশস্ত্র বাহিনীর প্যারা ড্রপিং স্কিল দেখেন। প্রতিরক্ষা মন্ত্রী কথা বলেন জওয়ানদের সঙ্গে। স্টাকনায় পাইকা মেশিন গান খুঁটিয়ে দেখেন ও পরখ করেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিন ভারতীয় সেনা এবং বায়ুসেনা সংযুক্ত মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী সামনে শক্তি প্রদর্শন করে।
2020-07-18