১৪,৬০০কোটি টাকার রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) কেলেঙ্কারিতে অভিযুক্ত ফেরার নিরভ মোদিকে আজ লন্ডনে গ্রেপ্তার করা হয় এবং শীঘ্রই আদালতে হাজির করা হবে।
এর আগে, পিএনবি অর্থ ঋণ খেলাপি মামলায় তাকে ভারতে পাঠানোর জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুরোধের প্রতিক্রিয়ায় লন্ডনের আদালত আসামি নিরভ মোদির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
৪৮বছর বয়সী মোদিকে সম্প্রতি লন্ডনের একটি এলাকায় মঙ্গলবার দেখাযায়। গত বছরের জানুয়ারী মাস থেকে পলাতক ছিল। বিভিন্ন সময় নানা দেশে থাকার খবর পাওয়া গেলেও গ্রেফতার করা যায় নি।
সিবিআই মোদির ভাই ও স্ত্রীকেও অভিযুক্ত হিসেবে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। তার স্ত্রী অ্যামী একজন মার্কিন ও ভাই বেলজিয়াম নাগরিক। তার কাকা এবং গীতাঞ্জলি গ্রুপের প্রধান মেহুল চোক্সি একটি ঋণ খেলাপি মামলায় গত বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশ ছেড়ে পালিয়েছিলেন।
গতবছরের ১৪মে তারিখে দাখিল করা চার্জশিটে সিবিআই অভিযোগ করেছে, মুম্বাইয়ের পিএনবি’র একটি শাখা থেকে জালিয়াতি করা নথী ব্যবহার করে নিরভ মোদি তার সংস্থাগুলির মাধ্যমে ৬,৪৯৮.২০ কোটি টাকা জালিয়াতি করেছে।
আর চোক্সি বিরুদ্ধ ৭০৮০.৮৬ কোটি টাকার অভিযোগ যা সম্ভবত দেশের বৃহত্তম ব্যাঙ্কীং কেলেঙ্কারী।
এই কেলেঙ্কারীগুলির জন্য মোদি ও চোক্সীর বিরুদ্ধ সিবিআই পৃথকভাবে চার্জশিট দাখিল করেছে।