কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বান্দজু এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। তবে, দুঃসংবাদ হল-সন্ত্রাবাদীদের পাল্টা হামলায় শহিদ হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল।
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকেই পুলওয়ামা জেলার বান্দজু এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন লুকিয়ে সুরক্ষা বাহিনীর জওয়ানদের গুলি চালাতে থাকে জঙ্গিরা, দু’পক্ষের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয়েছিলেন একজন সিআরপিএফ জওয়ান,পরে ওই সিআরপিএফ জওয়ান হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। উদ্ধার করা হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল।
2020-06-23