স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর প্রথম প্রহার, কাশ্মীরে গ্রেফতার তিন আলগাওবাদী নেতা

দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে বড়বড় পদক্ষেপ নিতে চলেছেন অমিত শাহ(AMit Shah)। এর আগে কাশ্মীরের ১০ কুখ্যাত জঙ্গির হিট লিস্ট বানিয়েছেন তিনি। খুব শীঘ্রই তাঁদের সাফাই অভিযান শুরু হবে। আর এবার কাশ্মীরে আলগাঁওবাদীদের উপর রাশ টানতে চলেছেন তিনি। রাষ্ট্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) মঙ্গলবার কাশ্মীরের আলগাওবাদী নেতা মাসরত আলম, আসিয়া আন্দ্রাবি, সাবির শাহ কে ১০ দিনের জন্য হেফাজতে নিয়েছে।

এই মামলা হাফিজ সাঈদ সংক্রান্ত হতে পারে। এই মামলা ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হামাত উদ দাওয়া এর প্রধান হাফিজ সাঈদ এর সাথে জড়িত। এক আইনজীবী জানান, NIA স্পেশ্যাল জজ কোর্টে বন্দ কামরার মধ্যে শুনানি করিয়ে এই তিনজনকে গ্রেফতার করে। আর তাঁদের ১৫ দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছে। অভিযুক্তদের আইনজীবী এমএস খান সংবাদ মাধ্যমকে জানায়, আসিয়া আর শাহ দুটি পৃথক মামলায় আগে থেকেই বন্দি আছে। আর আলমকে ট্রানজিট রিমান্ডে জম্মু কাশ্মীর থেকে আনা হয়েছে।

NIA ২০১৮ সালে হাফিজ সাঈদ এবং অন্য আরেক জঙ্গি সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিন আর দশজন কাশ্মীরি আলগাওবাদীদের বিরুদ্ধে উপতক্যায় জঙ্গি গতিবিধি চালানোর জন্য এবং জঙ্গিদের আর্থিক সাহায্যের মামলায় চার্জশিট দাখিল করেছিল।

আইনজীবী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যেই অপরাধের জন্য চার্জশিট দাখিল করা হয়েছে, তাঁর মধ্যে আইপিসি ধারা 120B, এবং বেআইনি গতিবিধি অধিনিয়ম, আর ১৯৬৭ এর ধারা যুক্ত আছে। NIA অনুযায়ী, এই মামলা ৩০ মে ২০১৭ সালে দায়ের হয়েছিল। আর এই মামলায় প্রথম গ্রেফতারি গত বছর জুলাই মাসের ২৪ তারিখ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.