1.জম্মু কাশ্মীরের আলাদা সংবিধান শেষ।
2. জম্মু কাশ্মীরের আলাদা পতাকা শেষ।
3. জম্মু কাশ্মীরের অনূচ্ছেদ 35 শেষ।
4. জম্মু কাশ্মীরের অনুসূচিত জনজাতিদের আরক্ষণ সুবিধা হবে।দলিত, শরণার্থিদের,গোর্খা এবং মহিলাদের অধিকার হবে।
5. জম্মু কাশ্মীরের অন্য পিছিয়ে পড়া বর্গের অধিকার হবে।
6. জম্মু কাশ্মীরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হবে।
7. জম্মু কাশ্মীরের ভারতীয় সাংবিধানিক প্রস্থাবনা পুরোপুরি লাগু হবে।
8. জম্মু কাশ্মীরের মানুষের শিক্ষার অধিকার ভারতীয় সাংবিধানিক অধিকার হবে।
9. জম্মু কাশ্মীরের ছয় বছরের বিধানসভা শেষ;অবশিষ্ট ভারতের মত পাঁচ বছরের হবে।
10. জম্মু কাশ্মীরের মন্ত্রী, বিচারকদের শপথ ভারতীয় সাংবিধানিক নিষ্ঠা ও দায়িত্বে হবে।
11. জম্মু কাশ্মীরের রাজ্যপালের বদলে উপ-রাজ্যপাল(Lieutenant Governor)হবে ।
12. জম্মু কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্রশাষিত রাজ্য হবে।
13. জম্মু কাশ্মীরের কেন্দ্রশাষিত রাজ্য বিধানসভা থাকবে।
14. লাদাখ কেন্দ্রশাষিত রাজ্য (চন্ডিগড় আন্দামান রাজ্যের মত) হবে।
15. জম্মু কাশ্মীরে সকলের বসবাস ও বাস্তু অধিকার হবে।