ভারতের রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার প্রকাশ করল মহাত্মা গান্ধী সিরিজের নতুন ৫০ টাকার নোট। সবদিক থেকেই পুরনো ৫০ টাকার নোটের মতো দেখতে হলেও নতুন নোটে উল্লেখযোগ্য বদলটি ঘটেছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরে। নতুন ৫০ টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে সই রয়েছে শক্তিনাথ দাসের। আরবিআই থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভারতের রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিনাথ দাস স্বাক্ষরিত মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের নতুন ৫০ টাকার নোট প্রকাশ করছে। নতুন নোটের চেহারা সব ক্ষেত্রেই পুরনো নোটের মতোই থাকবে। একই সঙ্গে পুরনো ৫০ টাকার নোটও নতুনটির সঙ্গে বহাল থাকবে বলে জানানো হয়েছে।
প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের সই করা ৫০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক আর ছাপাবে না। এখন ৫০ টাকার নোটে থাকবে নব নিযুক্ত গভর্নর শক্তিনাথ দাসের সই। ফ্লুরোসেন্ট নীল রঙের ৫০ টাকার নতুন নোট এক নজরে চিনে নেওয়ার জন্য নোটের সামনের দিকে যে বিষয়গুলি দেখে নিতে হবে সেগুলি হল
১. নোটটি স্বচ্ছ কাগজে ছাপা
২. ৫০ সংখ্যাটি দেবনাগরী হরফে লেখা
৩. মহাত্মা গান্ধীর ছবিটি আছে নোটের মাঝ বরাবর
৪. মাইক্রো অক্ষরে ‘আরবিআই’, ‘ভারত’ (হিন্দিতে), ‘ইন্ডিয়া’ এবং ’50’ ছাপা
৫. সিকিউরিটি থ্রেডে ‘ভারত’ (হিন্দিতে) ও ‘আরবিআই’ শব্দটি খোদাই করা
৬. মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে প্রমিস ক্লজে আরবিআই–এর প্রতীক ও গভর্নরের সই
৭. নোটের ডানদিকে অশোক স্তম্ভের ছবি
৮. জলছাপে মহাত্মা গান্ধীর ছবি ও সংখ্যা ’50’
৯. নোটের ওপরে বাঁদিকে এবং নোটের নীচে ডানদিকে নম্বর প্যানেলের সংখ্যাগুলি ছোট থেকে বড় হয়েছে
নোটের পেছন দিকে লক্ষ করার বিষয় হল
১. নোট ছাপানোর বছরটি বাঁদিকে উল্লিখিত
২. স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান
৩. ভাষার প্যানেল
৪. হাম্পির রথের ছবি
৫. দেবনাগরী হরফে লেখা ৫০