সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবশেষে নিট ২০২০ এর পরীক্ষা ১৩ ই সেপ্টেম্বর নেওয়ার সিধান্ত নেওয়া হয়েছে। এই বিশ্ব মহামারী কভিড ১৯ এর সময় জাতীয় পরীক্ষামূলক সংস্থা ১৫ লক্ষের বেশি শিক্ষার্থীদের নিরাপদের কথা মাথায় রেখে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় জিনিসের সঙ্গে পরীক্ষার্থীদের রিসেন্ট ট্র্যাভেল হিস্ট্রি, সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস (Recent travel history) ও বর্তমান শারীরিক অবস্থার একটি পত্র সঙ্গে রাখতে হবে । তা ছাড়াও সুরক্ষার কথা মাথায় রেখে জানানো হয়েছে প্রার্থীরা যেন অ্যাডমিট কার্ড , একটি পাসপোর্ট সাইজ ফটো , নিজস্ব জলের বোতল , স্যানিটাইজার , মাস্ক এবং গ্লাভস সঙ্গে রাখে। পরীক্ষার হলে আর কোনও অতিরিক্ত জিনিষ নিয়ে ঢোকা যাবে না।
তবে এখানেই শেষ নয় পোষাকের মধ্যেও রয়েছে অনেক বিধি নিষেধ। যেমন ফুলহাতা জামা পরা বা পা ঢাকা জুতো পরা যাবে না। পরীক্ষার্থীরা চাইলে আগে থেকে তাদের পরীক্ষার জায়গা দেখে আসতে পারে । পরীক্ষার শেষে তাদের খাতার সঙ্গে অ্যাডমিট কার্ডও জমা দিতে হবে। কিন্তু তারা চাইলে তাদের প্রশ্নপত্র নিয়ে যেতে পারে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি কোনও সম্প্রদায়ের নির্দিষ্ট পোষাক পরতেই হয় তাহলে তা আগে থেকে জানাতে হবে।