রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) NEFT আর RTGS এর মাধ্যমে ফান্ড ট্র্যান্সফার বিনামূল্যে করে দিলো। ডিজিট্যাল লেনদেনকে প্রোৎসাহিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে RBI। সার্কুলার জারি করে RBI জানিয়েছে যে, ব্যাংকের গ্রাহকদের তাঁরা যেন এই সুবিধা প্রদান করে। বৃহস্পতিবার RBI এর তরফ থেকে এই তথ্য দেওয়া হয়। RBI এর পরিসংখ্যান অনুযায়ী, এই বছরের এপ্রিল মাসে NEFT এর মাধ্যমে ২০.৩৪ কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। এবং RTGS এর মাধ্যমে ১.১৪ কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে।
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম (RTGS ) এর মাধ্যমে ২ লক্ষ টাকার বেশি টাকা অনলাইনে ট্র্যান্সফার করা যায়। এই সুবিধার মাধ্যমে সাথে সাথে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠানো যায়। ন্যাশানাল ইলেকট্রনিক্স ফান্ডস ট্র্যান্সফার (NEFT) করার জন্য কোন নুন্যতম রাশি স্থির করা নেই। এই সিস্টেমের মাধ্যমে ফান্ড ট্র্যান্সফার অত্যাধিক এক ঘণ্টার মধ্যে হয়ে যায়।
দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) RTGS এর মাধ্যমে ফান্ড ট্র্যান্সফার করার জন্য ৫ টাকা থেকে ৫১ টাকা পর্যন্ত শুল্ক নেয়। NEFT এর ক্ষেত্রে সেই শুল্ক কমে ১ টাকা থেকে ২৫ টাকা নির্ধারিত আছে।
RBI এটিএম এর ব্যাবহারকারীদের চার্জের সমীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBS) এর সিইও নেতৃত্বে রিজার্ভ ব্যাঙ্ক একটি কমিটি গঠন করবে। এই কমিটি এটিএম এর চার্জ নিয়ে সমীক্ষা করবে এবং প্রথম বৈঠক হওয়ার ২ মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে। RBI জানিয়েছে যে, এটিএম এর শুল্কে বদল আনার জন্য লাগাতার দাবি উঠছে।