চণ্ডীগড়ের কাছে পঞ্জাবের খারার শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিন-তলা বহুতল হোটেল| শনিবার খারার শহরে খারার-লান্দ্রান রোডের ধারে অবস্থিত তিন-তলা একটি বহুতল হোটেল আচমকাই ভেঙে পড়ে| ওই বহুতলের পাশেই ছিল দু’টি মোবাইল টাওয়ার| মোবাইল টাওয়ার দু’টিও ভেঙে পড়েছে| ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান কমপক্ষে ১৫ জন|
বহুতল ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী| ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন|ডাকা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কেও| আপাতত জেসিবি মেশিনের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে| ইতিমধ্যেই দু’জনকে উদ্ধার করা হয়েছে| উদ্ধারকারী দলের আশঙ্কা, কমপক্ষে ১৫ জন এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন| উদ্ধারকাজ তদারকি করছেন এসডিএম হিমাংশু জৈন| পুলিশ সূত্রের খবর, ওই হোটেলটি তৈরি করছিল অম্বিকা গ্রীনস নামে একটি সংস্থা| সূত্রের খবর, বহুতলের কাছেই বেসমেন্ট তৈরি করছিলেন হোটেলের মালিক| সম্ভবত সেই কারণেই বহুতল হোটেলটি ভেঙে পড়েছে|
2020-02-09