খতম জাকির মুসার উত্তরসূরি হামিদ, বড় সাফল্য ভারতীয় সেনার

দ্য ওয়াল ব্যুরো : জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে খতম হয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়দার কাশ্মীর ইউনিটের চিফ তথা জাকির মুসার উত্তরসূরি হামিদ লেলহারি।

সেনা সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরায় সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়। তাদের পরিচয়ও জানা গিয়েছে। তারা হল নাভিদ তাক, জুনেইদ ভাট ও হামিদ লোন ওরফে হামিদ লেলহারি। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে এখনও অবন্তীপুরাতে বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে খবর। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, ওসামা বিন লাদেনের আল কায়দা জঙ্গি গোষ্ঠীর ভারতীয় শাখা আনসার ঘাজওয়াত উল হিন্দ-এর দায়িত্ব ছিল হামিদের হাতে। এর আগে এই দায়িত্ব সামলাতো জাকির মুসা। প্রাক্তন হিজবুল জঙ্গিনেতা জাকির মুসা চলতি বছরই মে মাসে জম্মু-কাশ্মীরের ট্রাল এলাকায় এনকাউন্টারে খতম হয়। তারপরেই হামিদ লেলহারিকে আনসার ঘাজওয়াত উল হিন্দ-এর চিফ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু এই জঙ্গিনেতা খতম হয়ে যাওয়ার পর আল কায়দার এই ইন্ডিয়ান মডিউলের আর কোনও নেতা থাকল না বলেই খবর সেনা সূত্রে।

হামিদ নিহত হওয়ার পর আল কায়দার এই ইন্ডিয়ান মডিউল বেশ কিছুটা দুর্বল হয়ে যাবে বলেই জানিয়েছে সেনা। কারণ জঙ্গি রিক্রুট করা থেকে শুরু করে কোনও হামলার পরিকল্পনা সব কিছুই চিফের দায়িত্ব। আর চিফ খতম হয়ে যাওয়ার পরে আনসার ঘাজওয়াত উল হিন্দ-এর আর কোনও নেতা নেই। এই এনকাউন্টারকে উপত্যকায় জঙ্গি দমনে অন্যতম সাফল্য বলেই মনে করছে ভারতীয় সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.