মোদী-ই মুখ। বলা বাহুল্য, নরেন্দ্র মোদী-ই এদেশের জনপ্রিয়তম রাজনীতিবিদ। সে কথা মাথায় রেখেই আসন্ন লোকসভা ভোটে বিজেপি তাদের প্রচারে দেশ জুড়ে ১৬২ টি সভা করাতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে। এমনই খবর মিলেছে দিল্লি সূত্রে। যে সভা শুরু হবে আগামী বৃহস্পতিবার, উত্তরাখণ্ডের রুদ্রপুর থেকে। জানা গিয়েছে সেদিনই দেরাদুন ও হরিদ্বারেও সভা করবেন মোদী।
উল্লেখ্য, ইতিমধ্যে বিজেপি প্রথম দফায় ১৮২ প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় প্রথম নামটিই ছিল মোদীর। গতবারের কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসী থেকেই দাঁড়াচ্ছেন তিনি। কিন্তু আসল কথা হল, এবারও মোদী করিশ্মাতেই ভরসা রাখছে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা গতি পাবে এপ্রিলের প্রথম সপ্তাহে। মোদী দিনে পাঁচ থেকে সাতটি জনসভাও করতে পারেন বলে দলীয় সূত্রে খবর। জনসভার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জোরকদমে প্রচার চালানো হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেন শুরু করা হয়েছে। এদিকে ৩১ মার্চ টুইটার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করতে পারবেন দেশবাসী। সব মিলিয়ে পাঁচ বছর পেরিয়েও বিজেপির ভরসা মোদীতেই।