‘মোদী আমার দারুণ বন্ধু’, ভারতীয়দের ভোট পাওয়ার আশা প্রেসিডেন্ট ট্রাম্পের

‘নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু। উনি দারুণ কাজ করছেন।’ ফের বন্ধুত্বের সুর শোনা গেল মার্কিন প্রসিডেন্টের গলায়। আমেরিকার প্রসিডেন্ট নির্বাচনের মুখে ট্রাম্পের আশা, তাঁর পাশে রয়েছে নরেন্দ্র মোদী, পাশে রয়েছে আমেরিকা নিবাসী ভারতীয়রাও।

একটি ভিডিওতে এমনই আশা প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে তিনি স্পষ্ট বলেছেন, আমেরিকা নিবাসী ভারতীয়রা ট্রাম্পকেই ভোট দেবে। হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকেও তিনি বলেন, আমাদের কাছে ভারতীয়দের সমর্থন রয়েছে। আমাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন রয়েছে।

“Four more years” শিরোনামে একটি ভিডিও রিলিজ করেছেন তিনি। সেখানে একটি প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু। উনি দারুণ কাজ করছেন। অনেক কঠিন পরিস্থিতিতেও দারুণ কাজ করছেন।

আমেরিকায় অনুষ্ঠিত ‘Howdy Mody’ -র স্মৃতিচারণও করেছেন ট্রাম্প। বলেছেন, ‘হাউসটনে আমাদের একটি অনুষ্ঠান হয়েছিল। দারুণ একটা অনুষ্ঠান ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল।’

গত ফেব্রুয়ারিতে ভারত সফরের কথাও উল্লেখ করেছেন তিনি। ভারতের ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে। ভারতকে ও এখানকার মানুষকে ‘ইনক্রেডিবল’ আখ্যা দিয়েছেন তিনি।

করোনা পরিস্থিতিতে এক বিশেষ ওষুধের জন্য ভারতের কাছে অনুরোধ জানাতে হয়েছে আমেরিকাকে। ভারত আমেরিকা্য হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর সিদ্ধান্তর নেওয়ার পরই ট্রাম্প বলেছিলেন, “মোদী খুব ভালো”।

ওই ওষুধের ২৯ মিলিয়ন ডোজ পাঠানো হয় আমেরিকার উদ্দেশ্যে। গুজরাত থেকে জাহাজে করে পাঠানো হয় সেই ওষুধ। সেইসময় ট্রাম্প বলেছিলেন, “আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়ন এর থেকেও বেশি। বেশিরভাগটাই ইতিমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদী ভীষণ ভালো মানুষ।”

ঠিক আগের দিনই হোয়াইট হাউসে দাঁড়িয়ে একেবারে অন্য সুরে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন যে তিনি আশা করছেন মোদী ওষুধ পাঠাবে, যদি না পাঠান সেক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কার্যত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.