স্বাধীনতা দিবসে লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করবেন ধোনি

২০১১ বিশ্বকাপ জিতে ভারতবাসীর স্বপ্ন সত্যি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ সেই সঙ্গে ক্রিকেট বিশ্বে ভারতীয় পতাকা মান বাড়িয়েছিলেন ভারত অধিনায়ক৷ এবার দেশরক্ষায় আরও এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন মাহি৷ ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক৷

বিশ্বকাপের পর বাইশ গজ থেকে সাময়িক অবসর সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ধোনি৷ দু’মাস ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে দেশরক্ষায় ব্যস্ত ২০১১ বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক৷ ৩১ জুলাই শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়নে যোগ দেন মাহি৷ যোগ দিয়েই সেনা পোশাকে ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা যায় ধোনিকে৷ সেই ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়৷

১৫ অগস্ট পর্যন্ত শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে কাটাবেন ধোনি৷ গত এক সপ্তাহে সেনা কর্মীদের সঙ্গে কখনও ভলিবল খেলতে দেখা গিয়েছে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে৷ আবার কখনও গান গেয়ে সেনা সহকর্মীদের মাতিয়ে রেখেছেন মাহি৷ এবার দেশরক্ষায় তাঁর মুকুটে যোগ হতে চলেছে আরও একটি পালক৷ সদ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করা লাদাখে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেবেন ধোনি৷ এদিনই শ্রীনগর থেকে রেজিমেন্টের সঙ্গে লেহ লাদাখে যান মাহি৷

আর্মি আধিকারিক বলেন, ‘ধোনি হলেন ভারতীয় আর্মির ব্র্যান্ড অ্যাম্বাসাডর৷ কখনও ফুটবল ও ভলিবল খেলে সৈন্যদের মোটিভেট করছে৷ একই সঙ্গে অন্যদের সঙ্গে হার্ডকোর ট্রেনিং করছে৷ ১৫ অগস্ট পর্যন্ত কাশ্মীর উপত্যকাতেই থাকবে ধোনি৷’ তবে ১৫ অগস্ট ধোনি ঠিক কোথায় জাতীয় পতাকা তুলবেন তা জানাতে চান আর্মি অফিসার৷

২০১১ দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় সেনার তরফে ধোনিকে এই সম্মান প্রদান করা হয়। ২০১৫ আগ্রায় সেনার এয়ারক্র্যাফটের প্রশিক্ষণে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পূর্ণ করেন মাহি। একই সঙ্গে একজন কোয়ালিফায়েড প্যারাট্রুপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বজয়ী অধিনায়ক। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর নেওয়া নিয়ে জল্পনা শুরু হয়৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণার আগে ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন ধোনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.