জম্মু ও কাশ্মীরের নেতাদের সঙ্গে শুরু হল বহু প্রতীক্ষিত সর্বদলীয় বৈঠক। বৃহস্পতিবার বিকেলে দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা প্রমুখ।
এছাড়াও জম্মু ও কাশ্মীরের নেতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ৩ মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তাঁর ছেলে ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি। উপস্থিত রয়েছেন জম্মু ওক কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবীন্দ্র গুপ্তা, গোলাম আহমেদ মীর, তাঁরা চাঁদ, মহম্মদ ইউসুফ তারিগামি প্রমুখ।উল্লেখ্য, এদিনের সর্বদলীয় বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরে এই প্রথম জম্মু ও কাশ্মীরের নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2021-06-24