এপ্রিলের শুরুতেই ৩রা এপ্রিল রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপ্রিলের গরমে রাজ্যের নির্বাচনী উত্তাপ বাড়াতে ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী। শনিবার আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে দলের কার্যকারিনী সভায় এই ঘোষনা করা হয় বলে দলীয় সূত্রের খবর। বৈঠকে ১৫টি জেলার সভাপতিরাও রয়েছেন।
মোদী ছাড়াও এপ্রিলে রাজ্যে ভোট প্রচারে সভা করতে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গোটা এপ্রিল মাসে তিনি রাজ্যে চারটি সভা করবেন। এখনও পর্যন্ত জস্না গেছে দক্ষিণ কলকাতা বা যাদবপুর লোকসভার মধ্যে একটি সভা করতে পারেন। পশ্চিম মেদিনীপুরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হয়ে একটি সভা করতে পারেন অমিত শাহ। দলীয় সূত্রের খবর, উত্তর মালদা ও রায়গঞ্জেও সভা করতে পারেন অমিত শাহ।
প্রধানমন্ত্রীর সভা সফল করতে আজ থেকেই প্রচারের কথা দলের কার্যকারিনী বৈঠকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া ব্রিগেডে সভার জন্য রাজ্য বিজেপিও সবরকম প্রস্তুুতি নিতে শুরু করবে বলে জানিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব মিত্রও রাজ্যে ভোট প্রচারে আসছেন।
2019-03-23