ফের রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল৷ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় এর সঙ্গে দেখা করলেন তিনি৷ তার সঙ্গে ছিলেন সাতজনের একটি প্রতিনিধি দল৷ তারা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে একটি অভিযোগ পত্র জমা দেন রাজ্যপালকে৷ রাজ্যপাল বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন,দাবি বিজেপি নেত্রীর৷
সোমবার বিজেপির বুদ্ধিজীবী সেল ‘দি বেঙ্গল ইন্টেলেকচুয়াল সোসাইটি’ এর সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন৷ ওই দলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল৷ এর আগেও তিনি রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন রাজ্যপালের কাছে৷
এদিন রাজভবন থেকে বেরিয়ে তিঁনি জানান, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে৷ যেভাবে সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা কোন গণতন্ত্র৷ ওয়ারেন্ট ছাড়া সন্ধ্যা ৭ টার সময় কিছু গুণ্ডা ও পুলিশ গাড়ি নিয়ে এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ তার জামা খুলে নেওয়া হয়৷ টেনে হিচরে তাকে গাড়িতে তোলা হয়৷ পরের দিন ভোর চারটে পর্যন্ত চলে তার ওপর অত্যাচার৷
এর পাশাপাশি রাজ্যপালের কাছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের খুনের সিবিআই তদন্তের দাবি করেন অগ্নিমিত্রা পল৷ উল্লেখ্য, বিজয়া দশমীর পরের দিন নৃশংস ভাবে খুন করা হয় বন্ধুপ্রকাশ পাল,তাঁর স্ত্রী বিউটি পাল ও তাঁদের ৬ বছরের ছেলে আর্যকে৷ সেই ঘটনার তদন্ত করছে পুলিশ৷
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের দাবি, রাজ্যপাল বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন৷ অন্যদিকে রাজভবন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতেও এই কথা জানানো হয়েছে৷ এই বিষয় রাজভবন বিবৃতির পরিপ্রেক্ষিতে শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান,আমি অবাক হয়ে যাচ্ছি কী করে রাজ্যপাল এমন বিচারাধীন বিষয়ে মন্তব্য করলেন।