নিলামে উঠতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্ত ২৭৭২টি উপহারগুলি। দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে মোদী এই উপহার গুলি পেয়েছেন। এই উপহারগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি, পেন্টিংস, স্মৃতি চিহ্ন, শাল, পাগড়ি সহ আরও অনেক কিছু। বিদেশ মন্ত্রকের তরফে জানা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিদেশ ভ্রমণে ৪৩টি উপহার পান মোদী। এর মধ্যে ৭৫ হাজার টাকার একটি পুরস্কার রয়েছে, যেটি মোদীকে দিয়েছিলেন কিরগিজস্তানের রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে এই ঘোষণা করা হয়। এদিন এক বিবৃতি জারি করে বলা হয়, প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত উপহারগুলি আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত নিলাম করা হবে। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ নমামী গঙ্গা অভিযানে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও সদ্য প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলিরও প্রাপ্ত উপহারগুলি নিলাম করা হবে।
প্রাপ্ত উপহারগুলির মধ্যে সবচেয়ে মূল্যবান উপহার পেয়েছেন সদ্য প্রয়াত মন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর প্রাপ্ত উপহারের মূল্য ৬.৭ কোটি টাকা। এই বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনি ৪৪টি উপহার পান। যার মূল্য ৬.৭৪ কোটি টাকা। সুষমা একটি সোনা, রুপো ও হীরের মিশ্রিত এমরাল্ডের একটি গহনা পেয়েছিলেন। ওই গহনার মূল্য প্রায় ৬ কোটি ৭০ লক্ষ টাকা। এছাড়া প্রয়াত প্রাক্তণ অর্থমন্ত্রী অরুন জেটলিও বহু উপহার পেয়েছেন।