● নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই আইন পাশ হবার পর তিন দেশের ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুরা শুধু নাগরিকত্ব পাবেন তা নয়, সাথে সাথে ভারতে চিরস্থায়ী ভাবে থাকার সুযোগও পাবেন।
● আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এটা দেখে যে, লোকসভায় এক দীর্ঘ উচ্চমানের বিতর্কের পর নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ পাশ হয়েছে। এই বিল পাশ হবার জন্য আমি সমর্থক সমস্ত দলকে এবং সাংসদদেরকে ধন্যবাদ জানাই। এই বিলটি ভারতের শতাব্দী প্রাচীন মানবিক মূল্যবোধ এবং “মিলাবে-মিলিবে” ভাবনার উদ্দীপক।
● আমি অবশ্যই বিশেষ ভাবে ধন্যবাদ জানাব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, যিনি এই নাগরিকত্ব সংশোধনী বিলের সমস্ত বিষয়ে সরল ভাষায় সকলকে অবহিত করেছেন। তিনি লোকসভা ও রাজ্যসভায় উপস্থিত বিভিন্ন দলের সাংসদের তরফ থেকে উত্থাপিত প্রশ্নকে সঠিক উত্তর দিয়ে তাদের মনে ওঠা সব সন্দেহ, অবিশ্বাসকে কাটাতে সক্ষম হয়েছেন এবং তাতে সফলও হয়েছেন।