মোদিই ফের ক্ষমতায়, এক্সিট পোল এমনটা জানাতেই চাঙ্গা শেয়ার বাজার। হুহু করে বেড়ে গেল শেয়ার মার্কেটের সূচক। প্রসঙ্গত, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে এনডিএ জোট ৩০০ বা তার বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে। এবং একথা প্রকাশ্যে আকার পরে সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই ৯৭৯.০২ পয়েন্ট উঠে সেনসেক্স সূচক গিয়ে দাঁড়াল ৩৮৯০৯.৭৯ পয়েন্টে। উল্লেখ্য, এক লাফে সূচক বেড়ে যায় ১০০০ পয়েন্ট। একইভাবে ২৯২.৮ পয়েন্ট উঠে নিফটির সূচক গিয়ে দাঁড়ায় ১১৬৯৯.৯৫ পয়েন্টে।
প্রসঙ্গত, আগামী ২৩ মে জানা যাবে লোকসভা ভোটের প্রকৃত ফলাফল। কিন্তু এক্সিট পোলকে যে লগ্নিকারীরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তা শেয়ার মার্কেটের উর্ধ্বমুখি সূচক দেখেই আন্দাজ করা যায়। ফলে জোয়ার আসে বিনিয়োগের বাজারে। রীতিমতো বেড়ে যায় মানিটারি, গাড়ি, বিদ্যুত্ এবং ধাতু শিল্পে বিনিয়োগ।