আবারও মজুরি বিধি বিল লোকসভায় আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রক চাইছে, মন্ত্রী সভার পরবর্তী বৈঠকে মজুরি বিধির খসড়া তৈরী করা হোক। যাতে করে বাজেট অধিবেশনেই তা ফের লোকসভায় পেশ করা যায়।
এই বিল অনুযায়ী, অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে নূন্যতম মজুরি ঠিক করবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রেল, খনির মতো কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকবে। বাকিগুলো ঠিক করবে রাজ্য সরকার। এছাড়া এই বিলে উল্লেখ করা হয়েছে, জাতীয় ন্যূনতম মজুরি ঠিক করার ক্ষেত্রে কেন্দ্রের প্রত্যক্ষ প্রভাব থাকবে।
অন্যদিকে বণিকসভার মতে, শুধুমাত্র অদক্ষ কর্মীদের নূন্যতম মজুরি ঠিক করুক কেন্দ্র। বাদ বাকিদের ক্ষেত্রে তা হোক চলতি বাজার অনুযায়ী। পাশাপাশি বেকারত্ব সমস্যা সমাধানের জন্য তাঁদের যুক্তি, কাজ তৈরিতে জোর দিতে মন্ত্রক, রাজ্য, শিল্প ও শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে জাতীয় কর্মসংস্থান পর্ষদ তৈরির।

