পঞ্জাবের (Punjab) হোশিয়ারপুর (Hoshiarpur) জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। শুক্রবার বেলা এগারোটা নাগাদ হোশিয়ারপুর জেলার গড়শঙ্করের কাছে রুরকি খাস গ্রামে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমান। প্রযুক্তিগত অথবা যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমান ভেঙে পড়ে। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন দু’জন পাইলট। হেলিকপ্টারে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় পাইলটদের।
বায়ুসেনা সূত্রের খবর, জলন্ধরের বায়ুসেনা ঘাঁটি থেকে ট্রেনিং মিশনের জন্য টেকঅফ করেছিল মিগ-২৯ যুদ্ধবিমান। বেলা এগারোটা নাগাদ হোশিয়ারপুর জেলার গড়শঙ্করের কাছে রুরকি খাস গ্রামে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমানটি। নিরাপদে বেরিয়ে আসেন দু’জন পাইলট। মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।