যে সময় থেকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী পদে বসেছেন তখন থেকে ড্রাগন ও পাকিস্তানের উপদ্রবকে সমানরূপে দমন করা হচ্ছে। ২০১৪ সালের পর থেকে এশিয়া মহাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি এক প্রকার বদলে গেছে। চীন ও পাকিস্তান দুই দেশকে ভারত একা হাতে জব্দ করার মনস্থির করে ফেলেছে। এই ক্রমে আরো এক বড়ো আপডেট সামনে এসেছে।
আসলে সামরিকদিক থেকে ভারত দেশকে আরো শক্তিশালী করার জন্য মোদী সরকার লেহ লাদাকে ৪ টি নতুন এয়ারপোর্ট ও ৩৭ টি হেলিপ্যাড নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। মোদী সরকার এই প্রোজেক্টের মঞ্জুরি দিয়েছে। ভারত সরকার দ্বারা গৃহীত এই সিদ্ধান্তের পর ড্রাগন ও পাকিস্তানের রাতের ঘুম উড়েছে।
লাদাখে বড়ো শহর বলতে একমাত্র লেহ, এক্ষেত্রে ৪ টি এয়ারপোর্ট এবং ৩৭ টি হেলিপ্যাডের কি প্রয়োজন তা অনেকের মনে প্রশ্নঃ তুলতে পারে। এর সোজা সাপটা উত্তর অক্সাই চীন।
লাদাখে যে এয়ারপোর্টগুলি নির্মাণ করা হবে তার মধ্যে একটা ঝিলের কাছে হবে। যেখানে চীনের সেনা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। LAC এর কাছে ৩৭ টি হেলিপ্যাড তৈরি করা হবে। যেখানে সবসময় ভারতীয় হেলিকপ্টার প্রস্তুত থাকবে।
মোদী সরকারের সাহসিক পদক্ষেপের জন্য ইন্ডিয়ান আর্মি ভৌগোলিক দিক থেকে বড়ো ধরনের লাভ পাবে। বিশেষ করে ইন্ডিয়ান এয়ারফোর্সকে আরো শক্তি যোগান দিতে হেলিপ্যাডগুলির নির্মাণ করা হবে। চিনুক হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সুবিধা অনুযায়ী হেলিপ্যাডগুলি তৈরি করা হবে। বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার অক্সাই চীন দখলের জন্য মেগা প্লানিং তৈরী করেছে। আর হেলিপ্যাড ও এয়ারপোর্ট নির্মাণ ওই প্লানিংয়ের একটা অংশ মাত্র।