ভারতের এয়ার স্ট্রাইকের ঠিক এক সপ্তাহ বাদে জঙ্গিদের ধরপাকড় শুরু করেছে পাকিস্তান। ইতিমধ্যেই ৪৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে রয়েছে মাসুদ আজহারের ছেলে এবং ভাইও। শোনা যাচ্ছে মাসুদ আজহারের গ্রেফতারিও শুধুই সময়ের অপেক্ষা।
সূত্রের খবর, মাসুদ আজহারকে গ্রেফতার করা হতে পারে। পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনই শুধুই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শিলমোহর দেওয়ার অপেক্ষা।
মঙ্গলবারই ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যা ভারতের কূটনৈতিক সাগল্য বলেই মনে করা হচ্ছে। এয়ার স্ট্রাইকের পর থেকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের উপর যেভাবে আন্তর্জাতিক চাপ দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই পাকিস্তান তড়িঘড়ি এই ব্যবস্থা নিল বলে মনে করা হচ্ছে।
এদিন, পাকিস্তানের আভ্যন্তরীন মন্ত্রকের প্রতিমন্ত্রী শেহরিয়ার আফিরি এক সাংবাদিক বৈঠকে মঙ্গলবার একথা জানিয়েছেন। তিনি এও উল্লেখ করেছেন যে কোনও চাপের মুখে এই সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান সরকার।
জানা গিয়েছে, ওই ৪৪ জনের মধ্যে রয়েছে মৌলানা মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুর রাউফ, রয়েছে মাসুদের ছেলে হাম্মাদ আজহারও। সব জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওই মন্ত্রী।
উল্লেখ্য, ভারত পাকিস্তানের হাতে যে ডজিয়ার তুলে দিয়েছিল, তাতে এই মুফতি আব্দুর রাউফ ও হাম্মাদ আজহারের নাম ছিল।