চলতি বছরের মার্চ মাসেই নকশাল অধ্যুষিত দুমারিয়ায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার মাওবাদীর। এই এলাকাটি বিহারের আওতায় পড়ে। এই ঘটনা বহু মাস পর মাওবাদীরা পুলিশের চর সন্দেহে গয়ার দুমারিয়ায় মানউয়ার গ্রামের চারজনকে তুলে নিয়ে গিয়ে খুন করল। খুনের পর ওই চারজনকে গাছের ডালে ঝুলিয়ে দেয়। শুধু তাই নয়, এরপর মাওবাদীরা দুটি বাড়িও ডিনামাইট দিয়ে বিস্ফোরণ করে উড়িয়ে দেয়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত্রে। পুলিশ জানিয়েছে মাওবাদীরা ওই চারজনকে হত্যা করেছে, পুলিশের চর সন্দেহে। এরপর বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়েছে সরযূ সিং ভক্ত নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ি। মাওবাদীরা তার দুই ছেলে স্ত্রী ও আরও এক মহিলাকে খুন করেছে বলে খবর। খুন করার পর মাওবাদীরা দেওয়াল লিখনে বিশেষ বার্তা দিয়ে গেছে, বলে জানিয়েছে গয়া পুলিশ।
ঘটনার পরই ওই এলাকায় ছুটে যান সিআরপিএফ বাহিনী, গয়ার সিনিয়র পুলিশ সুপার, পুলিশ সুপার ও কোবরা বাহিনী। ইতিমধ্যেই, মাওবাদীদের খোঁজে গোটা এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, শনিবার গভীর রাত্রে প্রায় ২০ থেকে ২৫ জন মাওবাদী এসেছিল।