মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে ফের একবার শুরু হতে চলেছে মন কী বাত৷ রবিবার সকাল ১১টা নাগাদ মন কী বাত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ চার মাস পরে ফের একবার রেডিওতে চেনা ছন্দে দেশবাসীরা পাবেন প্রধানমন্ত্রীকে৷ দ্বারকার ককরোলা স্টেডিয়াম থেকে মোদীর এই রেডিও ভাষণ শুনবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এর আগে ২৪ ফেব্রুয়ারি মন কী বাত শোনা গিয়েছিল৷ সেখানে লোকসভা নির্বাচনের কারণে এই অনুষ্ঠান স্থগিত রাখার কথা জানিয়েছিলেন মোদী৷ সেই সঙ্গে ক্ষমতায় ফিরে আসার আশ্বাসও দিয়েছিলেন দেশবাসীকে৷ এবং মে মাসের শেষে ফের মন কী বাত শুরুর কথা জানিয়েছিলেন৷
গত ৩০ মে প্রধানমন্ত্রী পদে ফের একবার শপথ নেন মোদীর৷ এবার ফের একবার রেডিওতে প্রধানমন্ত্রী মন কী বাত শুরু করতে চলেছেন৷ আর সে খবর তিনি ট্যুইট করেও জানিয়েছেন ইতিমধ্যেই৷
প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম ইনিংসে ৫৩টি ‘মন কী বাত’ করেছিলেন মোদী। সবকটি এপিসোডই জনপ্রিয়তা লাভ করে৷ অনেকের মতে, উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পিছনে প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ কিছুটা হলেও অনুঘটকের কাজ করেছে। আর এই দ্বিতীয় ইনিংসেও তাই মন কী বাত অনুষ্ঠান মোদী ধরে রাখতে চান বলে শোনা যাচ্ছে৷