লোকসভা ভোটের আগে ক্ষমতা বৃদ্ধি বিজেপির। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা প্রবীণ ছেদা। সাত বছর আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রবীন। দলের এক বিধায়কের সঙ্গে মনোমালিন্যের কারণেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় রাহুল-সোনিয়া গান্ধীর সঙ্গেই কাজ করেছেন। কিন্তু সম্প্রতি সেই মায়া ত্যাগ করে ফের বিজেপিতেই ফিরলেন তিনি।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের হাত ধরে বিজেপিতে ফিরলেন তিনি। নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপিকে শক্তিশালী করবে প্রবীনের যোগদান। এমনটাই মনে করছেন রাজনৈতিকমহলের একাংশ।
প্রবীন ছেদার পাশাপাশি বিজেপিতে যোগ দিয়েছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির নেত্রী ভারতী পাওয়ারও। ২০১৪ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শরদ পাওয়ারের দলের এই নেত্রী। তবে জিততে পারেননি। বিজেপি প্রার্থী হরিশচন্দ্রের কাছে হারতে হয় তাঁকে। অন্যদিকে প্রবীন ছেদা পরপর তিনবার বৃহৎ মুম্বই পৌরসভার কর্পোরেটর ছিলেন।
দলে যোগ দিয়ে প্রবীন ছেদা জানান, “দল আমাকে যে কাজ করতে বলবে আমি সেটাই করব।” প্রাক্তন এনসিপি নেত্রী ভারতী পাওয়ার জানান, “বিগত পাঁচ বছরে বিজেপি যেভাবে উন্নয়নের কাজ করেছে তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দরিদ্র ও আদিবাসী মানুষদের জন্য কাজ করব।”