আজ থেকে তৃতীয় দফার লকডাউনে (Lockdown) ঢুকে পড়ছে সারা দেশও। ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল ছিল প্রথম দফার লকডাউন। ১৫ এপ্রিল থেকে ৩ মে শেষ হল দ্বিতীয় দফার লকডাউন।। দু’দফায় ৪০ দিনের লকডাউনে হাঁপিয়ে ওঠা দেশের ঘরবন্দি দশার মেয়াদ বেড়েছে আরও দু’সপ্তাহ। আপাতত ১৭ মে পর্যন্ত থাকবে লকডাউনের মেয়াদ। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে পশ্চিমবঙ্গের মেয়াদ ২১ মে পর্যন্ত ঘোষিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পক্ষে না হলেও সুরক্ষার কারণে তিনি ২১ মে পর্যন্ত লকডাউন মেনে নেবেন।
এদিন থেকেই গ্রিন জোনগুলিতে কড়াকড়ি কিছুটা কম। তুলনায় অরেঞ্জ জোন কিছুটা হলেও বেশি হল আঁটোসাঁটো। রেড জোন আগের মতোই কড়া নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নতুন করোনা রোগীর খোঁজ পাওয়া অনুযায়ী, এই জোন-মানচিত্রও বদলে যাবে প্রতি সপ্তাহে। নিয়মের কড়াকড়িও পাল্টাবে সেই অনুযায়ী। ১৭ মে লকডাউন এর তৃতীয় পর্যায়ের শেষ হলে যে লকডাউন উঠে যাবে তা বলার সময় এখনও আসেনি বলেই মত প্রশাসনিক মহলের। কারণ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের গ্রাফ দেশে এখনও ঊর্ধ্বমুখী। তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে লকডাউন ১৭ মে এরপরও বজায় থাকবে।