যাঁদের হাতে আইন রক্ষার ভার তাঁরাই হলেন বেপরোয়া। উত্তর প্রদেশের মেরঠে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে নতুন ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগ একাধিক পুলিসকর্মীর বিরুদ্ধে। প্রায় ৫১ জন পুলিকর্মীকে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে।
দুই ইন্সপেক্টর, সাত জন সাব ইন্সপেক্টর, কনস্টেবল, একাধিক থানার হেড কনস্টেবল। শুধু মাত্র জরিমানা করাই হয়নি পুলিসকর্মীদের ট্রাফিক আইন ভাঙা নিয়ে সতর্কও করা হয়েছে। উত্তর প্রদেশের ডিজিপি ওপি সিং বিবৃতি জারি করে শনিবার জানিয়েছেন, কোনও পুলিসকর্মী ট্রাফিক আইন লঙ্ঘন করতে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয় তাঁদের জরিমানার পরিমানও দ্বিগুণ করা হবে। রাজ্যের সব পুলিস সুপারের কাছেই এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন ডিজিপি। তিনি জানিয়েছেন ট্রাফিক আইন শুধু মাত্র সাধারণ মানুষের জন্য নয়, সব পুলিসকর্মীদের জনও কার্যকর। ১ সেপ্টেম্বর থেকে গোটা দেশে কার্যকর হয়েছেন নতুন ট্রাফিক আইন। তবে অবিজেপি রাজ্য পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ কার্যকর করেনি এই নতুন আইন। রাজস্থান চালু করলেও সংশোধনী দাবি করেছে।