বিপদের সময় সঙ্গীতই শিল্পীর পাশে দাঁড়াল। চিকিৎসকরা জানাচ্ছেন, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক হলেও স্থিতিশীল। তবে তাঁকে আরও কয়েকটা দিন হয়তো মুম্বাইয়ের বিখ্যাত ব্রিচক্যান্ডি হাসপাতালেই থাকতে হবে। মঙ্গলবার শিল্পীর জনসংযোগ দফতরের তরফে এখবর জানানো হয়। তারা জানায়, ‘তাঁর প্যারামিটার ভালো আছে। দুঃসময় কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন। সবচেয়ে বড় কথা, ফুসফুসের সংক্রমণ কাটাতে গায়িকা হওয়ার সুবিধা পাচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওঁর ফুসফুসই ওঁকে দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যাচ্ছে। উনি সত্যিই লড়াকু। শিল্পীর জনসংযোগ আধিকারিকরা আরও জানান, আমরা ক্রমাগত লতাজির শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে থাকব। এবং বলব কখন তাঁকে বাড়ি ফেরানো সম্ভব হবে।’ এদিকে হাসাতাল সূত্রে খবর, আইসিইউ-তে রাখা হলেও লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
প্রসঙ্গত, প্রবল শ্বাসকষ্ঠের কারণে সোমবার সকালে ৯০ বছরের সুর সম্রাজ্ঞীকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা চলছে বিশিষ্ট চিকিৎসক পতিত সম্ধানির নেতৃত্বে।