রাজনৈতিক সঙ্কটের মধ্যে কর্ণাটক সরকার। শনিবার কংগ্রেস-জেডিএস জোট সরকারের মোট ১৪ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। যার ফলে জোট সরকার সংখ্যালঘু হয়ে পড়ছে। যেকোনো সময় ভেঙে যেতে পারে কর্ণাটক সরকার।
এদিন ১৪ জন বিধায়ক ইস্তফা দেওয়ায় এখন ২২৪ আসনের বিধানসভায় গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যাটা ১১৩ থেকে নেমে আসবে ১০৬ এ। অন্যদিকে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিধায়ক সংখ্যা ১১৮ থেকে কমে হবে ১০৫। তাই বিজেপি সরকার গড়ার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের লড়াইয়ের কঠিন মুহূর্তে রাজ্যে নেই মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তিনি এখন আমেরিকায় রয়েছেন। তবে কংগ্রেস নেতারা, সরকার টিকিয়ে রাখার জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কংগ্রেসের রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ঘোড়া কেনাবেচার রাজনীতি শুরু হয়েছে। মোদীকে কটাক্ষ করে বলেন, “মোদী মানে হল মিসচিভাসলি অর্কেস্ট্রেটেড ডিফেকশন ইন ইন্ডিয়া।” কর্ণাটক বিজেপির রাজ্য সভাপতি বিএস ইয়েদুরাপ্পা বলেন, প্রতিপক্ষের শিবিরে যা ঘটছে, তার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।
তবে শনিবার হায়দ্রাবাদের এক জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, আমরা ভবিষ্যতে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে ও তেলেঙ্গানায় সরকার গড়তে চলেছি।”