শারীরিক অসুস্থতা কেড়ে নিল প্রাণ। প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র তথা খাটো মানুষ নেপালের খগেন্দ্র থাপা মগর। নিউমোনিয়ায় ভুগছিলেন খগেন্দ্র থাপা মগর, চিকিৎসাধীন ছিলেন পোখারা শহরের মনিপাল হাসপাতালে। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে, খগেন্দ্রকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ রেখে চিকিৎসা করছিলেন ডাক্তাররা। শুক্রবার বিকেল তিনটে নাগাদ বিদায় নিয়েছেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ নেপালের খগেন্দ্র থাপা মগর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।
খগেন্দ্র থাপা মগর ফাউন্ডেশনের চেয়ারম্যান মীনাবাহাদুর রানা জানিয়েছেন, শুক্রবার বিকেলে তিনটে নাগাদ মনিপাল হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খগেন্দ্র।
নেপালের খগেন্দ্র থাপা মগরের উচ্চতা ২৬ দশমিক ৪ ইঞ্চি এবং ওজন ৬ কিলোগ্রাম। নিজের ১৮ তম জন্মদিনের দিন তিনি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মানুষের স্বীকৃতি পান। গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখান। খগেন্দ্র জন্মগ্রহণ করেছিলেন ১৯৯২ সালের ১৪ অক্টোবর, নেপালের পোখারা শহরে।
2020-01-18