এবার থেকে স্কুল ইউনিফর্ম তৈরি করা হবে খাদি কাপড় দিয়ে। খাদি উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। প্রাথমিকভাবে প্রতি চার জেলার একটি করে ব্লকের স্কুলে খাদির তৈরি ইউনিফর্ম পড়ে স্কুলে যাবে ছাত্রছাত্রীরা। জুলাই মাসের শুরুতেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চাইছে যোগী আদিত্যনাথ সরকার।
আপাতত সরকারি স্কুলে এই খাদি ইউনিফর্ম চালু করা হবে। এরপর ধীরে ধীরে বাকি স্কুলেও এই ধরনের পোশাক চালু করারপ রিকল্পনা নিয়েছে রাজ্য সরকার বলে খবর। উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষার মন্ত্রী অনুপমা জানান, খাদি শিল্পকে প্রমোট করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে খাদির গুরুত্ব বোঝাতে খাদির স্কুল ইউনিফর্ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের এই ইউনিফর্ম পড়তে হবে বলে জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা মন্ত্রী বলেন, খাদি এমন একটি জিনিস এমন একটি কাপড় যার সঙ্গে ভারতের সংস্কৃতি ,সভ্যতা ও ঐতিহ্য মিশে রয়েছে। এটি সংরক্ষণ করাও খুব সহজ এবং তাড়াতাড়ি ছিড়েও যায় না। তাই স্কুল ইউনিফর্মের জন্য এই কাপড় আদর্শ বলে মনে করেছে উত্তর প্রদেশ সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য উত্তরপ্রদেশের সরকারি স্কুলের ইউনিফর্ম হল খাকি রঙের ট্রাউজার ও গোলাপি রঙের শার্ট। আর ছাত্রীদের খাকি রঙের স্কার্ট গোলাপি রঙের টপ।
প্রথম মোদী সরকারের জমানায় বিশেষ সাফল্য পেয়েছে খাবি প্রোডাক্ট। ২০১৪ সাল থেকে পরবর্তী পাঁচ বছর এই শিল্পের বিকাশ গ্রাফ প্রায় গগনচুম্বী বললেও কম বলা হবে। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাষ্ট্রিজ কমিশন এর তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে এই শিল্প ১৬৪ শতাংশ উন্নতি করেছে। এই বিশেষ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ ও সাহায্যকে ধন্যবাদ জানানো হয়েছিল । ২০১৫সালে খাদি প্রথম রেকর্ড গড়ে। ওই বছর থেকে ২০১৯পর্যন্ত প্রায় প্রতি বছর ৩০ শতাংশ করে বৃদ্ধি হয় খাদি শিল্পের। তাই মোদীকেই অনুসরণ করে এই বৃদ্ধিকে আরোএগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে যোগী আদিত্যনাথ সরকার।