ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্কের সুভারম্ভ হয়ে গেল। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্কের শুভারম্ভ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। একইসঙ্গে প্লাজমা ডোনেট করারও আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়াল জানান, ‘আপনি যদি কোভিড-১৯ (Covid-19) ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠেন এবং বয়স যদি ১৮-৬০ বছরের মধ্যে হয়, এছাড়াও শরীরের ওজন যদি ৫০ কেজির উর্দ্ধে হয়, তাহলে আপনি কোভিড-১৯ রোগীদের জন্য প্লাজমা ডোনেট করতে পারেন। যদিও, যে সমস্ত মহিলারা সন্তানের জন্ম দিয়েছেন…তাঁরা প্লাজমা ডোনেট করতে পারবেন না।
কেজরিওয়াল এদিন আরও জানান, আপনি যদি সক্ষম হন এবং প্লাজমা ডোনেট করতে ইচ্ছুক হন, তবে ১০৩১ এই নম্বরে ফোন অথবা ৮৮০০০০৭৭২২-এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের চিকিৎসকরা এরপর আপনাদের সঙ্গে সম্পর্ক করবেন, সক্ষমতা যাচাই করে দেখা হবে।