কেজরিওয়াল সরকারের দুর্নীতির চক্করে পড়ে দিল্লী হতে পারে অন্ধকারাচ্ছন্ন! ৭ কোটি টাকার বিল রয়েছে বাকি।

আগামী নির্বাচনকে নজরে রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মহিলাদের বিনামূল্যে মেট্রো যাত্রার প্রতিশ্রুতি দিয়ে তো দিয়েছেন। কিন্তু কেজরিওয়ালের এই ‘বিনামূল্যে বিনামূল্যে বিনামূল্যে’ নির্বাচনের এজেন্ডরার জন্য দিল্লিবাসীদের বড়ো পারিশ্রমিক দিতে হতে পারে। প্রাইভেট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি টাটা পাওয়ার-DDL কেজরিওয়াল সরকারকে হুমকি দিয়ে স্পষ্ট বলেছে যে দিল্লির সরকারি এজেন্ডা দ্বারা ওনাদের বছরের পর বছর ধরে আটকে রাখা ৭ কোটি টাকার পেমেন্টস যদি না দেওয়া হয় তবে তারা অনাধিকার এলাকায় লাগা ৫০,০০০ স্ট্রিটলাইটের ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেবে। টাটা পাওয়ার-DDL, দিল্লিতে প্রায় ১০ লাখ লোকেদের ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, জোর দিয়ে বলেছে যে, তারা ৬৮ লাখ টাকা প্রতি মাসে স্ট্রিটলাইটের রক্ষণাবেক্ষনে খরচা করে দেয়, কিন্তু দিল্লিতে অবস্থিত আম আদমি পার্টি সরকারের এজেন্সি এখনো অব্দি তাদের টাকার পেমেন্ট করেনি।

টাটা পাওয়ার-DDL এর CEO সঞ্জয় বঙ্গা বলেছেন ” কোম্পানি দিল্লী মুখ্য সম্পাদককে এই ব্যাপারে বিজ্ঞপ্তি নেওয়ার জন্য বলে দিয়েছি। উত্তর দিল্লী নগর নিগম ও দিল্লী স্টেট ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনফাসট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন, দুজনেই এই স্ট্রিটলাইটস এর দায়িত্ব নিতে মানা করে দিয়েছে, যার কারণে পেমেন্টের রাশি বেড়েই চলেছে। আম আদমি পার্টি সরকার দ্বারা অনিষ্পন্ন পেমেন্ট না করার ফলে স্ট্রিটলাইটস এর মেন্টেনেন্স প্রভাবিত হচ্ছে, যা এলাকায় চুরি, লুটপাট, একসিডেন্ট এবং মহিলাদের সুরক্ষায় একটি বড় বিষয় প্রমানিত হতে পারে।

যদিও টাটা পাওয়ার-DDL জানিয়েছে যে তারা এখনো সেইসব জায়গার নাম বলবেন না যেখানে লাইটের সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে এবং কোম্পানি কখন এই বিষয় কাজ করা শুরু করবে সেটিও এখনো স্পষ্ট হয়নি। সঞ্জয় বঙ্গার অনুযায়ী, ” আমাদের এই বিষয় অনুভূতি আছে যে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাবস্থা যেটি অনেক ধরনের অপরাধকে নিয়ন্ত্রণ করে। তাই এটি খুব দরকার যে পেমেন্টের কারণে হওয়া সমস্যা গুলি তাড়াতাড়ি সমাধান করে নেওয়া হোক।”

অরবিন্দ কেজরিওয়ালের এটি বোঝা উচিত লোকেরা নিজেদের মেট্রোর যাত্রার ভাড়া দিতে সক্ষম কিন্তু তাদের সুরক্ষার দায়িত্ব দিল্লী সরকারের হাতে। সাথেই যদি টাটা পাওয়ার-DDL পেমেন্ট না করার ফলে স্ট্রিটলাইটের ইলেক্টররিক সাপ্লাই বন্ধ করে দেয় তবে এটি অরবিন্দ কেজরিওয়ালের দিল্লী একমাত্র ২৪ ঘণ্টা ইলেকট্রিক সাপ্লাই করা শহর বলার তকমা শীঘ্রই হারাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.