দ্বিতীয়বারের জন্য সরকারে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ দূর করে শান্তি ফেরানোই তাঁর সরকারের প্রধান লক্ষ্য হবে। এ দিন নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের কাশ্মীর প্রসঙ্গ তুলে আনলেন মোদী। বললেন, কাশ্মীরের সাধারণ মানুষ চান সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজেদের উন্নতি করতে। আর তাই যারা উপত্যকায় হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তারা কোনও দিনও সফল হবে না। এ দিনের অনুষ্ঠান থেকে সরকারের ‘গ্রামে ফিরে যাওয়া’ প্রকল্পের প্রশংসা করেন মোদী। জুন মাসে কাশ্মীরের সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগের প্রত্যন্ত গ্রামে গিয়ে সরকারি আধিকারিকরা বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এই প্রকল্পের ব্যাপারে সাধারণ মানুষের উৎসাহ দেখে তিনি আপ্লুত, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
নিজের ২৫ মিনিটের বক্তব্য মোদী বলেন, “এতেই বোঝা যাচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষ সরকারের কল্যাণমুখী প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন। এই ধরণের প্রকল্পের সাফল্যের মাধ্যমেই বোঝা যাচ্ছে, কাশ্মীরের মানুষ উন্নতি চান। বুলেট ও বোমার শক্তির থেকে উন্নয়নের শক্তি অনেক বেশি। এর থেকেই বোঝা যাচ্ছে, যারা সেখানে হিংসা ও সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, তারা কোনও দিনও সফল হতে পারবে না।”
অমরনাথ যাত্রার সময় কাশ্মীরিদের আপ্যায়ণেরও প্রশংসা করেছেন মোদী। তিনি বলেন, ১লা জুলাই থেকে হওয়া এই যাত্রায় তিন লাখের উপর দর্শনার্থী গিয়েছেন। এটা সেখানকার পর্যটনের ক্ষেত্রে সুখবর।
এ দিনের মন কি বাত অনুষ্ঠান থেকে চন্দ্রযান ২-এর সাফল্যের প্রশংসাও করেছেন মোদী। তিনি বলেন, “আমি বিশ্বাস করি মহাকাশ ও পৃথিবীর বাইরে ভারতের সাফল্যে সবাই গর্বিত। এই সফল উৎক্ষেপণ আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফসল। আশা করি আগামী দিনে আমরা মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও উন্নতি করবো।”