জম্মু কাশ্মীর থেকে কেন্দ্র সরকার ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই উপত্যকায় জঙ্গি গতিবিধির উপর লাগাম লাগানো সম্ভব হয়েছে। উপত্যকার পরিস্থিতি বদলের জন্য পাকিস্তান এবং পাক সমর্থিত জঙ্গি সংগঠন গুলো ভারতের উপর চরম তেঁতে রয়েছে। আর সেই কারণেই এবার পাক সমর্থিত জঙ্গি সংগঠন জইশ এ মোহম্মদ (Jaish-e-Mohammed) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আর জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Ajit Doval) উপরে হামলার ছক কষছে। আর এর জন্য তাঁরা বিশেষ ট্রেনিং প্রাপ্ত জঙ্গিদের তৈরি করছে।
বিদেশী গোয়েন্দা সংস্থার থেকে পাওয়া ইনপুট অনুযায়ী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক মেজর এই হামলার জন্য লাগাতার প্রস্তুতি নিয়ে চলেছে।
বিদেশী গোয়েন্দা সংস্থা জইশ এর পাকিস্তানি জঙ্গি শামসের ওয়ানি আর জইশ এর প্রধান মাসুদ আজাহারের মধ্যে গোপন কথাবার্তার খবর পেয়েছে। টাইমস অফ ইন্ডিয়া এর রিপোর্ট অনুযায়ী, জইশ এ মোহম্মদ এর জঙ্গিরা সেপ্টেম্বর মাসেই ভারতের বড়সড় জঙ্গি হামলার ছক কষছে। আর তাঁদের প্রধান টার্গেট হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
গোয়েন্দা সংস্থার কাছে আসা ইনপুট অনুযায়ী, জইশ এর জঙ্গিরা জম্মু,অমৃতসর, পাঠানকোট, জয়পুর, কানপুর, লখনউ আর দিল্লী সমেত মোট ৩০ শহরকে নিশানা বানাতে পারে। ইনপুট পাওয়ার পর, এই সমস্ত শহর গুলোতে বেশি সংখ্যক পুলিশকে সক্রিয় করে দিয়েছে প্রশাসন। বিদেশী এজেন্সি থেকে পাওয়া খবরের পর অজিত দোভালের সুরক্ষা ব্যাবস্থার সমীক্ষা করা হয়েছে।
শোনা যাচ্ছে যে, অজিত দোভাল যেভাবে উরি জঙ্গি হামলার পর পাকিস্তান সীমান্তের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক আর পুলওয়ামা হামলার পর এয়ার স্ট্রাইকের রণনীতি তৈরি করেছিল, এরপর থেকেই পাকিস্তানে বসে থাকা জঙ্গি সংগঠন ওনাকে মারার চেষ্টা করে চলেছে।