জম্মু কাশ্মীরের অনন্তনাগে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় এনকাউন্টার শুরু। ভারতীয় সেনার হাতে অনন্তনাগের বঘামা এলাকায় জইশ-এ-মহম্মদ দুই কুখ্যাত জঙ্গি খতম হয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গিদের সাথে সংঘর্ষ চলাকালীন সেনার এক জওয়ান ও শহীদ হন।
সেনার তরফ থেকে এখনো এলাকায় সার্চ অপারেশন জারি আছে। সেনার এক আধিকারিক জানান যে, সেনা গোটা এলাকা ঘিরে রয়েছে এবং এখনো এনকাউন্টার চলছে। মঙ্গলবার সকালে দুই থেকে তিন জঙ্গির লুকিয়ে থাকার গোপন খবর পেয়েছিল সেনা। এরপর সেখানে তল্লাশি অভিযান চালানো হয়।
এর আগে সোমবার অনন্তনাগে জঙ্গিদের সাথে চলা সংঘর্ষে সেনার এক মেজর শহীদ হন আর দুই জঙ্গিকে খতম করা হয়। এই সংঘর্ষে সেনার এক মেজর সমেত তিন জওয়ান আহত হয়েছিলেন। পুলিশ সুত্র জানায় যে, অনন্তনাগের অঙ্কিগমে দুই জঙ্গিকে খতম করা হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।
অনন্তনাগের অঙ্কিগমে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর সেনার ১৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং এসএইচও মিলে সংযুক্ত অভিযান চালায়। সেনার এই যৌথ অভিযানে জঙ্গিরা নিজদের চারিদিক থেকে ঘিরে ফেলা দেখে, সেনার উপরে গুলি চালাতে শুরু করে।
জঙ্গিদের ফায়ারিং এর যোগ্য জবাব সেনার তরফ থেকে দেওয়া হয়। তবে দুপক্ষের চলা সংঘর্ষে সেনার এক ক্যাপ্টেন শহীদ হন। আরেকদিকে সেনার দুই জওয়ান এবং এক মেজরকে গুরুতর আহত হন। গুরুতর আহত সেনার জওয়ানদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেনা গোপন সুত্রে খবর পেয়েছিল যে, ওই এলাকায় দুই থেকে তিন জঙ্গি লুকিয়ে আছে। গোপন সুত্রে খবর পাওয়ার পর সেনা সেখানে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করে।