উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সদ্য নিষিদ্ধ জম্মু-কাশ্মীরের জামাত-ইসলামির সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, অস্ত্র, প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহের কাজে আইএসআইকে সহযোগিতা করে থাকে জামাত৷ সূত্রর খবর, ভারত বিরোধী চিন্তা-ভাবনা ছোটদের মধ্যে ছড়ানো এবং জিহাদ-এ যুবকদের যোগদানে উদ্বুদ্ধ করে জামাত নেতৃত্ব৷
উল্লেখ্য, এর আগে জম্মু-কাশ্মীরের জামাত-ই-ইসলামিকে দু’বার নিষিদ্ধ করা হয়েছে৷ এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় ১৯৭৫ সালে। ফের ১৯৯০ সালের এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল সংগঠনটি। যে সময় মুফতি মহম্মদ সইদ ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
পুলওয়ামা হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি নতুন করে কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করে জম্মু-কাশ্মীরের জামাত-ইসলামিকে৷