পাকিস্তানের বালোচ বিদ্রোহীরা বৃহস্পতিবার ভারতের সঙ্গে তাদের ভ্রাতৃত্বের কথা বলে এদেশের ৭৩তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাল৷ পাশাপাশি তাঁরা ভারতের সমর্থন চাইলেন পাকিস্তান সেনার হাত থেকে তাদের ভূখন্ড মুক্ত করার জন্য৷
বালোচ বিদ্রোহী আটা বালোচ, ভারতীয় ভাই বোনেদের স্বাধীনতার শুভেচ্ছা জানান৷ বালোচদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান ভারতের ভ্রাতৃত্ব এবং সহায়তার জন্য৷ তিনি বলেন,‘‘ আমরা চাই তারাও আওয়াজ তুলুন বালুচিস্তানের স্বাধীনতার জন্য৷ আমরা তাদের সমর্থন চাই ৷ ধন্যবাদ জয় হিন্দ৷’’
বালোচিস্তান হল পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে সীমানায় অবস্থিত একটি রাজ্য যা ১৯৪৮ সাল থেকে পাকিস্তানের দখলে৷ যদিও বালোচিস্তানের লোকেরা দাবি করে, ১৯৪৭ সালের ১১ অগস্ট থেকে ব্রিটিশ শাসন মুক্ত স্বাধীন তারা৷ প্রাকৃতিক গ্যাসে সম্বৃদ্ধ এই রাজ্যটির অভিযোগ রয়েছে চিনের প্রতি ৷ চিনকে দায়ী করেছে সম্পদ লুন্ঠন করছে বলে বিশেষত আধুনিক ট্রাস্পোর্টেশন নেটওয়ার্ক নির্মাণ করে এবং বেশ কয়েকটি শক্তি প্রকল্পের মাধ্যমে ও চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে৷
অপর এক বালোচ বিদ্রোহী আসরফ শেরজান ভারতকে শুভেচ্ছা জানানো পাশাপাশি আর্জি জানিয়েছেন রাষ্ট্র সংঘের কাছে বালুচিস্তানের কথা তুলুক ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, বালুচিস্তানে রক্ত ঝরছে৷ এই বিদ্রোহীকে জোরে হিন্দিতে ‘ভারত মাতা কি জয়’ বলতেও দেখা গিয়েছে৷
১৪ অগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবসটিতে ‘কাশ্মীর ভ্রাতৃত্ব দিবস’ উৎযাপনের করেছে৷ কারণ সম্প্রতি ভারত জম্মু কাশ্মীরে বিশেষ সুবিধার ৩৭০ ধারা বিলোপের করে ওই অঞ্চলটি দুটি ভাগে ভাগ করে কেন্দ্র শাসিত অঞ্চল করেছে ৷ এই সময় ইসলামাবাদ রাষ্ট্র সংঘের নিরাপত্তা কাছে আর্জি জানিয়েছে কাশ্মীরের ব্যাপারে ৷ তবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলে বালোচিস্তানের কথা ইতিমধ্যেই উঠেছে আন্তর্জাতিক মহলে ৷