সুদূরপ্রসারী এবং আগামীর দিশা দেখাচ্ছে মোদী সরকারের নতুন বাজেট: বণিকমহল

বাজেট সুদূরপ্রসারী এবং দিশারী বলে মনে করছে বেঙ্গল চেম্বার অফ কমার্সের বণিকগণ। শুক্রবার সকাল থেকেই বাজেট দেখে তা নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছিলেন বণিকগন। ১০.৩০ নাগাদ বাজেট পেশ শুরু করার পর প্রায় ঘণ্টা দুয়েক ধরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

বলা হচ্ছে এটাই স্বাধীন ভারতের দীর্ঘতম বাজেটের বক্তৃতা। সব পর্যাচোলনা করে বণিকগন মনে করছেন সবদিক থেকেই এই বাজেট আগামীর ভারতকে দিশা দেখাচ্ছে এদিন বাজেট পেশে এক বছরে ১ কোটি টাকার বেশি তুললে ২ শতাংশ অতিরিক্ত লেভি আদায় করা হবে। নগদ লেনদেন রুখতে এই পদক্ষেপ বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামণ।

২৫০ কোটি টাকা বার্ষিক টার্নওভার থাকলে ২৫ শতাংশ কর্পোরেট কর দিতে হতো। সেটা বাড়িয়ে ৪০০ কোটি টাকা করা হয়। প্রত্যক্ষ কর বেড়েছে গত কয়েক বছরে ৭৬ শতাংশ হারে। ৬ লক্ষ থেকে বেড়ে তা হয়েছে ১১ লক্ষ কোটি টাকার বেশি। এবং প্রতি বছর তা বাড়ছে। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ককে ৭০ হাজার কোটি টাকা সাহায্যের প্রস্তাব দেন

নতুন অর্থমন্ত্রী। এনপিএ কমানো হয়েছে ১ লক্ষ কোটি টাকা। বিদ্যুৎচালিত গাড়ির বাণিজ্যিক ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। আগামী পাঁচ বছরে পরিকাঠামো উন্নয়নে ১০০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র। এজন্য বিশেষ কমিটিও গড়া হবে। স্টার্টআপের দিকে সরকার নজর দেওয়া হবে, এছাড়া ফান্ডিং ও আয়করের বিষয়টিও সরকারের নজরে রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এর জন্যই বেঙ্গল চেম্বার অফ কমার্সের বণিকরা মনে করছেন উদ্যোগপতিরা এগিয়ে আসবে। ব্যবসা বাড়বে, নতুন চাকরির জায়গা তৈরি হবে।

কর্মসংস্থান তৈরি হতে পারে। এদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের প্রস্তাব দেন অর্থমন্ত্রী৷ শিক্ষার জন্য নির্মলা সীতারামণ বলেন , প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ১০ লক্ষ মানুষকে শিক্ষিত করা হবে। এর সঙ্গে ভাষার ট্রেনিংও দেওয়া হবে।

যাতে বিদেশেও কাজ করতে পারে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্সের মতো বিষয়েও ট্রেনিং চলবে যাতে বিদেশেও ভারতের যুবকরা সফল হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তৈরি হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। শিক্ষা দিকের এই ঘোষণার ফল যথেষ্ট ভালো এবং সুদূরপ্রসারী বলে মনে করছে বণিকসভা। এদিন অর্থমন্ত্রী দাবি করেন তাঁর মন্ত্রক, ২০২২ সালের মধ্যে চাষিদের আয় বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই সমস্তই বাজেটের অত্যন্ত ভালো দিক যা যথেষ্ট যুক্তিপূর্ণ ও দিশা দেখাচ্ছে বলে মনে করছে সুনীল মিত্র, ইন্দ্রজিত সেন, টিবি চট্টোপাধ্যায়, পুলক সাহাদের মতো বণিকরা।

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.