করোনাভাইরাসের প্রকোপে এমনিতেই দিশেহারা সমগ্র ভারতবাসী। কাজ হারিয়েছেন বহু মানুষ, যাঁরা কাজ করছেন তাঁরাও বেতন পাচ্ছেন না। বেতন পেলেও পুরোটা দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দুঃশ্চিন্তা আরও বাড়িয়েছে। এক-দু’দিন নয়, পরপর ১০ দিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য। আর তাই বেজায় ক্ষুব্ধ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখেছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। চিঠিতে সোনিয়া উল্লেখ করেছেন, জনগণকে আরও বেশি কষ্টের দিকে ঠেলে দেওয়া নয়, মানুষের দুর্ভোগ কমানোই সরকারের দায়িত্ব ও কর্তব্য।
সোনিয়া গান্ধী চিঠিতে উল্লেখ করেন, করোনা-কালে মানুষ অভূতপূর্ব সঙ্কটের মধ্যে আছে। সরকার অসংবেদনশীল ও অবিবেচকের মতো তেলের দাম বাড়িয়ে চলেছে। সরকারের কাজ মানুষকে সমস্যায় ফেলা নয়। সরকারের উচিত মানুষের দুর্দশা লাঘব করা। অবিলম্বে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার করা হোক। চিঠিতে বলা হয়েছে, সরকার যা করছে, তা হল কঠিন সময়ের মধ্যে দিয়ে চলা মানুষের থেকে লাভ আদায় করা। সোনিয়া চিঠিতে উল্লেখ করেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং একইসঙ্গে জ্বালানি শুল্কবৃদ্ধির মতো অবিবেচক সিদ্ধান্তের মাধ্যমে এই সময়ও সরকার অতিরিক্ত ২.৬ লক্ষ কোটি টাকা আয় করেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে সোনিয়া লেখেন, আমি আপনাকে অনুরোধ করছি, এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন এবং তেলের মূল্যহ্রাসের সুবিধা দেশবাসী যাতে পায়, তা নিশ্চিত করুন। সোনিয়া লেখেন, আপনি যদি চান তাঁরা আত্মনির্ভর হোন, তাহলে তাঁদের আর্থিক দুর্দশার মধ্যে ফেলবেন না। এতে তাঁরা এগোতে পারবেন না।