বুধবার চাঁদের কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করবে ভারতের চন্দ্রযান ২। ইসরো সূত্রে জানা গিয়েছে, আগামীকাল চাঁদের কক্ষপথে পৌঁছনোর উদ্দেশ্যে ‘ট্রান্স-লুনার বার্ন’ শুরু করবে চন্দ্রযান-২।
সব ঠিকঠাক থাকলে চলতি মাসের ২০ তারিখ নাগাদ চন্দ্রযান-২ পৌঁছে যাবে চাঁদের কক্ষপথে। সোমবার এই বিষয়ে বিস্তারিত জানালেন ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিভান।
উল্লেখ্য, সোমবার তিনি আহমেদাবাদে ডঃ বিক্রম সারাভাইয়ের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বলেন, ‘গত মাসের ২২ তারিখ চন্দ্রযান-২ লঞ্চের পর থেকে মোট ৫ বার কক্ষপথের পরিধি বাড়িয়েছে মহাকাশযানটি।’
ডঃ শিভান আরও জানান, বর্তমানে চন্দ্রযান-২ পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। যা ১৯ অগস্ট থেকে চাঁদের কক্ষপথের দিকে এগোতে শুরু করবে। এরপর আরও কিছু ধাপ পেরিয়ে আগামী ৭ সেপ্টেম্বর রাত ২টো ৫৮ মিনিটে চাঁদে ল্যান্ড করার কথা রয়েছে বিক্রমের। রকেটের মাধ্যমে ধীরে ধীরে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং-এর নেমে আসবে বিক্রম। এর পরেই ভূপ্রাকৃতিক পরিস্থিতি বিবেচনা করে বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।
এইসঙ্গে ডঃ শিভান জানান, চলতি বছরের শেষে ডিসেম্বরে বেশ কয়েকটি ছোট স্যাটেলাইট লঞ্চের পরিকল্পনা আছে ইসরোর। ফলে বর্তমানে ছোট স্যাটেলাইট লঞ্চার তৈরীর কাজে ব্যস্ত রয়েছে ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা।