কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বললেন, সিন্ধু জল চুক্তি অনুসারে ভারতের প্রাপ্য জলের অনেকটাই পাকিস্তানে চলে যায়। এই সমস্যাকে ভারত গুরুত্ব সহকারে দেখছে। কী পদ্ধতিতে পাকিস্তানে চলে যাওয়া জলকে ঘুরিয়ে ভারতে আনা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। এই জল আমাদের কর্ষক, শিল্পক্ষেত্র ও মানুষজনের উপকারে আসবে।
এএনআই