আর মাত্র ৫ থেকে ৭ বছর পর আপনি করাচি, লাহোর, রাওলপিন্ডি, শিয়ালকোটে বাড়ি কিনবেন ,অথবা ব্যবসা করার সুযোগ পাবেন। শনিবার আরএসএস এর একটি সমাবেশে গিয়ে সংগঠনের শীর্ষ নেতা ইন্দ্রিস কুমার এমনটাই দাবি করেছেন। তার কথা অনুযায়ী ২০২৫ সালের পর ভারতের অংশ হিসেবে দেখা যাবে পাকিস্তানকে। তিনি বলেন ১৯৪৭ সালের আগে পাকিস্তান ছিল না। লোকে বলে ১৯৪৫ সালের আগে থেকে হিন্দুস্তানি ছিল। ২০২৫ সালের পর আবারো হিন্দুস্তানি থাকবে। অখন্ড ভারতের স্বপ্ন চোখে নিয়ে তিনি জানান যে ইউরোপিয়ান এর মত এই ভারতও হোক তাই তিনি চান।
ইন্দ্রিশ কুমারের মতে এই প্রথমবার কাশ্মীর ইস্যুতে কড়া হয়েছে ভারত। কারণ সেনারা রাজনৈতিক ইচ্ছা শক্তির উপর কাজ করে। এখন রাজনৈতিক ইচ্ছাশক্তি বদল হয়েছে। তিনি বলেন,’ তাই আমি এই স্বপ্ন দেখছি যে লাহোরে যাব আর কৈলাস মানস সরোবর যাওয়ার জন্য চীন থেকে অনুমতি নিতে হবে না। ঢাকাতে আমাদের সরকার আসবে। ইউরোপের মতো আমাদেরও ভারতীয় ইউনিয়ন অখন্ড ভারত জন্ম নেওয়ার পথে চলতে পারে।’