ভারতে করোনা-মুক্ত ৯৭.১৭-লক্ষ, মৃত্যু বেড়ে ১,৪৭,০৯২

ভারতের ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৭৭ শতাংশে পৌঁছে গেল, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ১৭ হাজার ৮৩৪ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা ২৪ হাজারের নীচে রয়েছে। বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০১,৪৬,৮৪৬-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩,০৬৮ জন এবং সুস্থ হয়েছেন ২৪,৬৬১ জন।
৩৩৬ বেড়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৭,০৯২ জন। বিগত ২৪ ঘন্টায় ২৪,৬৬১ জন সুস্থ হওয়ার পর ভারতে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৭,১৭,৮৩৪ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৯১৯ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ১,৯৩০ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ৯,৯৭,৩৯৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.